fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

হাওড়ায় ঘর থেকে মিলল বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য

মনোজ চক্রবর্তী, হাওড়া: এক বৃদ্ধ দম্পতির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর হাওড়ার কালীচরণ দাস লেনে। মৃত বৃদ্ধের নাম বাসুদেব সাধুখাঁ(৭২) ও বৃদ্ধা সন্ধ্যারানী সাধুখাঁ (৬৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার পরিবারের সকলের সঙ্গে অর্থাৎ ছেলে এবং বৌমার সঙ্গে দুপুরের খাবার খাওয়ার পর ওই দম্পতি নিজেদের ঘরে ঢোকেন। এরপর দরজা বন্ধ করে দেন তারা। পরে সন্ধ্যা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় ওই ব্যক্তির ছেলে ঘরে ঢোকেন। এবং তিনি দেখতে পান সিলিং ফ্যান থেকে নাইলনের দড়ি গলায় লাগিয়ে একইসঙ্গে আত্মঘাতী হয়েছেন বাবা ও মা। এরপর মৃত বাসুদেব সাধুখাঁর ছেলে নিজেই দড়ি কেটে মৃতদেহ নীচে নামান। খবর দেন স্থানীয় গোলাবাড়ি থানায়।এই ভাবে দড়ি কেটে নামানোয় প্রশ্ন তুলেছে কেউ কেউ ।তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

যদিও দম্পতির ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে রহস্য আরও বেশি ঘনীভূত হচ্ছে দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে। এদিকে মৃত পরিবারের দাবি, তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল দম্পতির। সম্প্রতি তাদের বড় বাজারের ব্যবসা ছেলের হাতে তুলে দিয়েছিলেন বাসুদেববাবু। তারপর থেকে স্ত্রীর সঙ্গে তিনি বাড়িতেই অধিকাংশ সময় কাটাতেন। অন্যদিকে, তার ৩ মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তারা বাইরেই থাকেন। কিন্তু ছেলের হাতে ব্যবসা তুলে দেওয়ার পরই কেন এহেন ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন? ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।তবে স্থানীয় সুত্রে ওই দম্পতি স্বাভাবিক জীবন যাপন করতেন বলে জানা গিয়েছে।পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তার ছেলেকে ।

Related Articles

Back to top button
Close