কাঁকসায় দামোদরের পাড়ে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দুর্গাপুর: নিখোঁজ যুগলের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। বাড়ীতে স্ত্রী সন্তান থাকতেও পরকিয়ার অভিযোগ। সোমবার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল কাঁকসার ধোবাঘাট এলাকায়। খবর পেয়ে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতদের নাম ছোট্টু বাগদী(২৫), কাঁকসার ধোবাঘাট এলাকার বাসিন্দা। মৃত মহিলার নাম কবিতা মাঝি (২১) পুরুলিয়ার বাসিন্দা। ঘটনায় জানা গেছে, ছোট্টু বাগদীর পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গ্রামের পাশে ইটভাটায় সে শ্রমিকের কাজ করত। অন্যদিকে কবিতা মাঝিও ওই ইটভাটায় কাজ করত।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে ছোট্টু কাজে গিয়ে বাড়ী ফেরেনি। নিখোঁজ ছিল। সোমবার গ্রামের পাশে দামোদর নদীর পাড়ে জঙ্গলে একটি গাছে দুজনের একসঙ্গে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পথচলতি মানুষ। খবর পেয়ে দুজনের পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান প্রণয় ঘটিত কারনে আত্মহত্যা। তদন্ত চলছে।”