নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলাকায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় হেনস্থার শিকার হতে হল কাঁকুড়গাছির এক পরিবারকে। সোমবার রাতের এই ঘটনায় তিন জনকে পাকড়াও করেছে পুলিশ। জানা গিয়েছে, মদ্যপানের প্রতিবাদ করায় হেনস্থা হতে হয়েছে
স্থানীয় বাসিন্দা গণেশ রাউত ও তার পরিবারকে।
স্থানীয় সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে অন্য জায়গা থেকে কিছু যুবক এসে ওই এলাকায় মদের আসর বসাচ্ছিলেন। এর প্রতিবাদে আগেও সরব হয়েছিলেন স্থানীয়রা। কিন্তু ওই যুবকেরা কিছুতেই পাত্তা দেয়নি। সোমবার রাতেও ফের মদের আসর বসে। তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা গণেশ রাউত।
অভিযোগ, এর পরেই তাঁকে গালিগালাজ করা হয়। ঘটনাস্থলে গণেশবাবুর ছেলে দীপক পৌছলে তাঁকেও ধাক্কা দেওয়া হয়। তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এরপরই পুলিশ ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে।