
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনা হাত থেকে কোনওরকমে রক্ষা। রানওয়েতে অবতরণে সময় বিপত্তির সম্মুক্ষীণ হয় স্পাইসজেট বোয়িং ৭৩৭-৮০০ জেটলাইনার – এসজি ৯৬০। রানওয়ের তিনটি লাইট ভেঙেছে বিমানটি। বেঙ্গালুরু থেকে গুয়াহাটি আসছিল বিমানটি। বিমানটি এয়ারপোর্টে আসার আগে অবধি কোনও সমস্যাই ছিল না। সেটিকে নামাতে রানওয়ে ২ তে নামানোর ব্যবস্থা করা হয়।
পাইলটের বক্তব্য অনুযায়ী, শর্ট ফাইনালে অল্প মেঘের জেরে তিনি উচ্চতা উচ্চতা সম্পর্কে ধারণা করতে পারেননি। যার জেরে হার্ড ল্যান্ডিং ঘটে। দুই পাইলট ও চারজন কেবিন ক্রু সহ মোট ১৫৫ জন ওই প্লেনের যাত্রী ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সকলেই। বিমানেরও বিশেষ কোনও ক্ষতি হয়নি। এই ঘটনায় পাইলটের কোনও গাফিলতি ছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়ে হয়েছে।