fbpx
কলকাতাহেডলাইন

‘কঠিন সময়, চ্যালেঞ্জ অতিক্রম করবই!’ ইদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: খুশির ইদে শুভেচ্ছা জানাতে গিয়ে ফের একবার ঘরে থেকেই ইদ পালনের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ইদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই। আসুন সবাই মিলে বাড়িতে থেকেই এই মহান উত্‍সব পালন করি। এখন কঠিন সময়, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে আমরা এই চ্যালেঞ্জ অতিক্রম করবই। প্রত্যককে আমার শুভেচ্ছা।’

আরও পড়ুন: এবার করোনা থাবা বসাল বিশ্বের গভীরতম সোনার খনিতেও, আক্রান্ত ১৬৪ জন শ্রমিক

করোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই বাড়িতে থেকে ইদ পালনের জন্য আবেদন করা হয়েছে। ফলে অন্যান্য বারের তুলনায় একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে ইদ পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ এর সঙ্গে যোগ হয়েছে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব। ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলির গৃহহীন বহু মানুষের কাছে ঘরে থেকেও ইদ পালনের সুযোগ নেই। কারণ বেঁচে থাকাটাই তাঁদের কাছে কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বার বারই যাবতীয় সতর্কতা বিধি মেনেই ইদের উত্‍সবে সামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যান্য বার রেড রোডে নমাজ পাঠের সময় হাজির হন তিনি।

Related Articles

Back to top button
Close