
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এই অতিমারীর হাত থেকে কবে মুক্তি মিলবে এর উত্তরের খোঁজে গোটা দেশবাসী। তবে এরই মাঝে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আগামী দীপাবলির মধ্যে কোভিড ১৯-এর উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রবিবার আরও বলেন, ‘আশা করছি, আগামী ২-১ মাসের মধ্যে, হয়তো দীপাবলির সময়, আমরা করোনাভাইরাসের উপর খুব উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ কায়েম করতে সক্ষম হবো।’ অনন্ত কুমার ফাউন্ডেশন আয়োজিত নেশন ফার্স্ট ওয়েবিনারে অংশ নিয়ে হর্ষ বর্ধন জানান, ডা. দেবী প্রসাদ শেট্টি ও ডা. সিএন মঞ্জনাথের মতো বিশেষজ্ঞ ডাক্তাররাই এ ব্যাপারে সম্মত হয়েছেন যে, কিছু সময়ের মধ্যেই শেষ হবে এই অতিমারী। বিশ্বে এর আগেও ঠিক যে ভাবে অন্যান্য ভাইরাসের পরিণতি হয়েছে, তেমনই।
তিনি বলেন, ‘কিন্তু এই ভাইরাস আমাদের কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। আমাদের নিউ নর্ম্যাল হতে শিখিয়েছে, আমাদের জীবনযাপন সম্পর্কে আরও সতর্ক হতে শিখিয়েছে।’ চলতি বছরের শেষেই করোনাভাইরাসের টিকা বাজারে এসে যাবে বলেও আশার কথা শুনিয়েছেন হর্ষ বর্ধন। তিনি বলেন, ‘কোভিড টিকা তৈরির ক্ষেত্রে বিশ্বের কোনও দেশের থেকে আমরা পিছিয়ে নেই। ভারতে আমাদের ৭-৮টি টিকার প্রার্থী রয়েছে। তার মধ্যে তিনটের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। বাকিগুলি প্রি-ক্লিনিক্যাল স্তরে রয়েছে। আর এ বছরের শেষের দিকে আমরা কোভিড টিকা পেয়ে যাব বলে আশা করছি।’