
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার বিজেপি বিধায়ক। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার পরিবারের লোকেদেরও আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সূর্যগ্রহণে প্রার্থনার অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই আক্রান্ত হন এই বিধায়ক।
জানা গিয়েছে, হরিয়ানার বিজেপি বিধায়ক গত ২১ জুন কুরুক্ষেত্রতে একটি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তাঁর আত্মীয়স্বজন, দলের নেতা-নেত্রী, সাংবাদিক সহ ২০০ জন। কারোর মুখেই ছিল না মাস্ক কিংবা হ্যান্ড স্যানিটাইজার। ছিল নানা রকমের খাওয়ার ছবি।
আরও পড়ুন: নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে আক্রমণে ওলির সরকার
প্রথম দিকে জ্বর, সর্দি, কাশির মতো প্রাথমিক উপসর্গ দেয়। তখনই পরেই তাঁকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে, তাঁর পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট করানো হয়। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর।
করোনার হাত থেকে বাঁচার জন্য যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার সবসময় সচেতন করছে, বিশেষ করে যেকোনও রকমের জমায়েত এড়ানোর পরামর্শ দিচ্ছেন সকলেই। সেখানে খোদ বিজেপি দলেরই হেভিওয়েট নেতা সূর্যগ্রহণের প্রার্থনা অনুষ্ঠান করে করোনায় আক্রান্ত হয়েছেন।