গুরুত্বপূর্ণদেশহেডলাইন
এবার করোনায় আক্রান্ত মনোহরলাল খাট্টার, টুইট করে জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
সোমবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হলেন আরও এক রাজ্যের মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার টুইট করে নিজেই একথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী লিখেছেন যে, “আমি করোনা টেস্ট করিয়েছিলাম। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে।” এদিন তিনি বিগত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোয়ারেন্টাইনে চলে যেতে অনুরোধ করেন।
Haryana Chief Minister Manohar Lal Khattar tests positive for #COVID19. pic.twitter.com/Qn5kJ024Aa
— ANI (@ANI) August 24, 2020