তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হাসনাবাদ, চললো মারধর, বাড়ি ভাঙচুর ও বোমাবাজি, আক্রান্ত ১০

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল হাসনাবাদে। ঘটনায় মারধর থেকে বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত গোটা এলাকা। ঘটনায় আক্রান্ত ১০ জন।
জানা গিয়েছে, বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নওয়াপাড়ায় এলাকা দখল ঘিরে রাতের অন্ধকারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর, বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। উভয়পক্ষের জখম হয় ১০জন। অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠী ওপর গোষ্ঠীর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। মঙ্গলবার রাতে এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। ঘটনাস্থলে হাসনাবাদ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আখের আলি জানান, তৃণমূল দলেরই ১৭৩ জন অবৈধভাবে আমফানের টাকা লুঠ করেছেন।এই দুর্নীতির প্রতিবাদ করাতেই তার দলেরই অপর পক্ষের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে। এমনকী অপর পক্ষের দলীয় কর্মীরা এলাকা দখল নিয়ে বোমাবাজি, মারধর, সন্ত্রাস চালাচ্ছেন।
অপরদিকে মুরারিশাহ্ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান আব্দুল ওয়াহাব গাজি জানান, এলাকার অঞ্চলের নেতার বিরুদ্ধে তোলাবাজি, ভাটায় গিয়ে টাকা তোলার মতো একাধিক অভিযোগ রয়েছে। সেটা আমরা প্রতিহত করার চেষ্টা করলে চলে গুলি, বোমা। তৃণমূলের দুই পক্ষই উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যো তিপ্রিয় মল্লিককে জানিয়েছেন।