fbpx
দেশহেডলাইন

নির্ভয়ার ধর্ষকদের আইনজীবীই সওয়াল করবেন হাথরসের অভিযুক্তদের হয়ে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হাথরস গণধর্ষণ-খুনের ঘটনা সামনে আসতেই দিল্লির নির্ভয়া-কাণ্ড ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নৃশংসতায় নির্ভয়া-কাণ্ডের চেয়ে কিছু কম নয় হাথরস, এমনটা মনে করছেন অনেকেই। এ বার এজলাসেও হতে চলেছে নির্ভয়া-কাণ্ডের ‘পুনরাবৃত্তি’। নির্ভয়ার ধর্ষক-খুনিদের হয়ে সওয়াল করা সেই আইনজীবী এ পি সিংহ এ বার আদালতে দাঁড়াতে চলেছেন হাথরসের অভিযুক্তদের পক্ষে।

নির্ভয়া কাণ্ডের চার ধর্ষদের ফাঁসি আটকাতে কত ছলাকলায় না করিয়েছিলেন তিনি। কখনও প্রাণভিক্ষা, কখনও পরিবারের স্বেচ্ছামৃত্যুর আবেদন, কখনও অভিযুক্তকে নাবালক দাবি করা। যদিও হাজার চেষ্টার পরও নির্ভয়ার ধর্ষকদের বাঁচাতে পারেননি তিনি। সেই অজয় প্রকাশ সিংই  এবার মামলা লড়বেন হাথরাস কাণ্ডের চার অভিযুক্তের হয়ে। শোনা যাচ্ছে, এ পি সিংকে এই মামলার দায়িত্ব দিতে চলেছে অখিল ভারত ক্ষত্রিয় মহাসভা।প্রেস বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে উত্তরপ্রদেশের উচ্চবর্ণের সংগঠন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। আইনজীবীর পারিশ্রমিক দেওয়ার জন্য প্রচুর অর্থ জোগাড় করা হচ্ছে বলে জানিয়েছেন মহাসভার সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজা মানবেন্দ্র সিংহ।

মহাসভার তরফে সোমবার একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘এই মামলায় (হাথরস গণধর্ষণ-খুন) সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সত্য প্রতিষ্ঠিত করতে অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করবেন আইনজীবী এ পি সিংহ।হাথরস গণধর্ষণ-খুনে গোড়া থেকেই অভিযুক্তদের ফাঁসানো হয়েছে বলে দাবি করে আসছেন ঠাকুর সম্প্রদায় তথা উচ্চবর্ণের প্রতিনিধিরা। অভিযুক্তদের সমর্থনে কয়েক দফা বৈঠকও করেছেন তাঁরা। বিক্ষোভ-জমায়েত হয়েছে।

আরও পড়ুন: রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করল আদালত

এর আগে নির্ভয়ার ধর্ষকদের হয়ে মামলা লড়া নিয়ে এপি সিংকে বহু বিতর্ক, বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তিনি তাতে দমে না গিয়ে একপ্রকার নির্লজ্জের মতো চার ধর্ষকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছেন। যত রকমভাবে সম্ভব আইনি পথ অবলম্বন করে ধর্ষকদের ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবার হাথরাসের ক্ষেত্রেও যে তিনি সেটাই করবেন, তা হয়তো বলাটাই বাহুল্য।

কিন্তু কেন বারবার ঘৃণ্য অপরাধে দুষ্টদের হয়ে মামলা লড়েন তিনি? এ পি সিংয়ের সাফাই, ভারতের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে আইনি সহায়তা পাওয়ার অধিকার দেয়। তিনি বলছেন, প্রত্যেক অভিযুক্তেরই অধিকার আছে নিজের পছন্দের আইনজীবী বেছে নেওয়ার। আর এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। এ পি সিংয়ের এই মামলা লড়ার সিদ্ধান্তে বেজায় চটেছেন নেটিজেনরা। নেটদুনিয়ায় অনেকেই তাঁকে ‘নির্লজ্জ’ আখ্যা দিচ্ছেন।

Related Articles

Back to top button
Close