দেহে শুক্রাণু মেলেনি, তাই ধর্ষিতা নন নির্যাতিতা: স্বরাষ্ট্র দফতর, উত্তর প্রদেশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হাথরাস কান্ডে নির্যাতিতার দেহে মেলেনি শুক্রাণুর চিহ্ন। শুধুমাত্র মেরুদন্ড গলায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হাথ্রাস কাণ্ডে নির্যাতিতার ফরেনসিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে উত্তরপ্রদেশ আইন-শৃঙ্খলা দফতরের পক্ষ থেকে।
পাশাপাশি বিষয়টিকে জাতপাতের মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন এডিজি প্রশান্ত কুমার। এবার এফএস এল রিপোর্টে এই নতুন তথ্য উঠে আসায় ঘটনাটি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
প্রসঙ্গত উল্লেখ্য উত্তরপ্রদেশের হাতে আসে গণধর্ষণের শিকার হন বছর উনিশের নাবালিকা। দিল্লিতে চিকিৎসার পর গত পরশু রাতে মৃত্যু হয় তার। এরপর গভীর রাতে তাকে উত্তরপ্রদেশের হাতরাসে শেষকৃত্য সম্পন্ন করা পুলিশের তত্ত্বাবধানে। পরিবারের হাতে তুলে না দিয়ে এইভাবে নিগৃহীতার দেহের শেষকৃত্য সম্পন্ন করায় রীতিমতো শোরগোল পড়েছে দেশজুড়ে।