ভরদুপুরে চন্দ্রকোনা পৌর এলাকার এক বাড়িতে আগুন, প্রচুর ক্ষতির আশঙ্কা

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: ভর দুপুরে বাড়িতে আগুন, চাঞ্চল্য এলাকায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ৫ নং ওয়ার্ডএর বেগুনবাড়ি এলাকায়। ওই এলাকায় প্রসেনজিৎ রুইদাস নামের এক ব্যক্তির টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে হটাৎ আগুন লেগে যায়। নিমেষেই তা চরম আকার নেয়। টিনের ছাউনি বেয়ে আগুনের ধোঁয়া বেরতে থাকে। ঘটনা জানাজানি হতে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়।খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। কি করে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াসা তৈরি হয়েছে।
বাড়িতে আগুন লাগার খবর জানাজানি হতেই বাইরে বেরিয়ে আসে বাড়ির সদস্যরা। হতাহতের খবর নেই। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি। বাড়িতে থাকা সব কিছুই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।দমকলের একটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় স্থানীয় বাদিন্দা ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই পরিবারের বাড়ির ভিতরে থাকা সব কিছু জিনিস পত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে ওই পরিবারের প্রচুর ক্ষতি হয়েছে। তবে কি কারণে ওই পরিবারের বাড়িতে আগুন লেগে ছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। চন্দ্রকোনা টাউন পৌরসভার পক্ষ থেকে ওই পরিবারকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।