fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনা মোকাবিলায় অনেক এগিয়ে ভারত, ক্রমশ বাড়ছে সুস্থতার হার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় ক্রমশ বাড়ছে সুস্থতার হার। বিগত কয়েকমাসের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেড়েছে। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে বেড়ে চলেছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টা ৪০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে।  কিন্তু এরমধ্যেও অনেক মানুষ সুস্থ হয়েছেন। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে, গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৬৭২ জন করোনা মুক্ত হয়েছিলেন। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪ হাজার ৪৩। এতেই বোঝা যাচ্ছে যে, করোনায় সুস্থতার হার অনেকটাই বাড়ছে।

[আরও পড়ুন- উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে মৃত্যু কমপক্ষে ৩ জনের, নিখোঁজ বহু]

স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে মৃত্যুর হার এই মুহূর্তে কমে এসে দাঁড়িয়েছে ২.৪৯। জুলাই মাসের প্রথমে এই হার ছিল ২.৭২।  করোনা মোকাবিলায় অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইকারণে মোদির ভূয়ষী প্রশংসা করেন অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরাও।

 

Related Articles

Back to top button
Close