
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার যক্ষ্মা রোগীদের করোনা টেস্ট করানোর প্রস্তাব দিল স্বাস্থ্যমন্ত্রক। বর্তমানে যাঁদের যক্ষ্মার চিকিত্সা চলছে বা যাঁদের নতুন করে এর মধ্যে যক্ষ্মা ধরা পড়েছে, তাঁদের প্রত্যেকের একইসঙ্গে করোনা টেস্ট করিয়ে নেওয়ার প্রস্তাব দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এর পাশাপাশি অন্যদিকে, কোভিড আক্রান্তদের মধ্যে যক্ষ্মার জীবাণু রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে দুটো টেস্ট একসঙ্গে করিয়ে নিতে বলা হচ্ছে। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা জারি না হলেও বুধবার এই মর্মে একটি প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রের এই প্রস্তাবের সংগত কারণও রয়েছে। মেডিক্যাল সমীক্ষা বলছে, টিউবারকিউলোসিস বা যক্ষ্মার কারণে করোনাভাইরাসের সংক্রমণ গুরুতর হয়ে ওঠার ঝুঁকি ২.১ গুণ বেড়ে যায়। আশঙ্কা করা হচ্ছে যক্ষ্মার সঙ্গ পেলে কোভিডের ভাইরাস আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে যক্ষ্মা অণুঘটকের কাজ করে। তাই সাবধানতা অবলম্বনে বর্তমানে যাঁদের চিকিত্সা চলছে বা সদ্য সদ্য যাঁদের যক্ষ্মা ধরা পড়ছে, তাঁদের প্রত্যেকের কোভিড টেস্ট করিয়ে নিতে বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।