
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: স্বাস্থ্য সাথী প্রকল্প কে বাংলার মানুষের সাথী বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করল তৃণমূল। বৃহস্পতিবারই নবান্নে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী প্রকল্পকে সর্বজনীন বলে ঘোষণা করেছেন। এবার থেকে জাতি-ধর্ম-বর্ণ লিঙ্গ আর্থিক ক্ষমতা নির্বিশেষে প্রত্যেক রাজ্যবাসী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যসাথী সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন টুইটারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে লেখেন, “এটাই উপযুক্ত সময় নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরকার চালানোর শিক্ষা নিক।”এর পরেই তাঁর দাবি, “স্বাস্থ্য সাথী প্রকল্প জাত ধর্ম বর্ণ সামাজিক ভেদাভেদ নির্বিশেষে বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবা”।
এই প্রসঙ্গে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, “রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করা কোন সামান্য পদক্ষেপ নয়। এই প্রকল্পের মাধ্যমে পহেলা ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি পরিবার সুবিধা পাবেন। একটি স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে তারা স্বাস্থ্যপরিসেবা পাবেন”।