গুরুত্বপূর্ণদেশবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন
ভারতে প্রথম দফায় ১ কোটি স্বাস্থ্যকর্মী পাবেন ভ্যাকসিন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রথম করোনার টিকা পাবেন স্বাস্থকর্মীরা। এজন্য ১ কোটি স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্র। দেশে যেই সংস্থার টিকাই প্রথমে পাওয়া যাক না কেন, তা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদেরই। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্র।
এই টিকা বণ্টন নিয়ে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করছেন প্রধানমন্ত্রী মোদি।
টিকা বণ্টন সংক্রান্ত বিশেষজ্ঞ দলের এক সদস্য জানালেন, ইতিমধ্যে টিকা বিলি বিষয়ে অনেকটাই অগ্রসর হয়েছে। কাদের টিকা দেওয়া প্রয়োজন সেই সংক্রান্ত একটি ডেটাবেসও তৈরি করা হয়েছে।
এক সরকারি অফিসার জানালেন, ‘ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। দেশের সমস্ত রাজ্যে সব সরকারি হাসপাতালগুলোর মধ্যে ৯২ শতাংশই তথ্য় সরবরাহ করেছে। সমস্ত বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে প্রায় ৫৬ শতাংশই তথ্য় দিয়েছে, যে কাদের কাদের সবার আগে টিকা দিতে হবে।’