শিন্ডের আবেদনে শুনানি, সেনার দুই নেতাকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট অব্যাহত। গদি টালমাটাল উদ্ধব সরকারের। এই অবস্থায় গদি বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধব সরকার। বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছেন তিনি। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিদ্রোহীদের। একনাথ শিন্ডের একের পর এক হুমকি মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে। শিবসেনার বিদ্রোহীদের ঠিকানা এখন গুয়াহাটির বিলাসবহুল একটি হোটেল। কয়েক দিন ধরে একনাথ শিন্ডে সহ মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়কদের সৌজন্যে খবরের শিরোনামে এসেছে ওই হোটেল। সোমবার একনাথ শিন্ডের আবেদনে শুনানি করে সুপ্রিম কোর্ট। শিবসেনার দুই নেতা অজয় চৌধুরি ও সুনীল প্রভুকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডের দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নোটিশ দিয়েছে শীর্ষ আদালত৷ আগামী পাঁচদিনের মধ্যে এই দুজনের জবাব তলব করা হয়েছে।
মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী ১৬ জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে সেই জবাব চাওয়া হয়। সেই ওই নোটিশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একনাথ শিন্ডে৷
একনাথ শিন্ডে ছিলেন শিবসেনার পরিষদীয় দলনেতা৷ কিন্তু বিদ্রোহের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অজয় চৌধুরিকর৷ তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আবেদন করেন শিন্ডে৷ একই সঙ্গে বিদ্রোহীদের তরফে মহারাষ্ট্রে সুরক্ষা চাওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে৷
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জেবি পর্দিওয়ালার বেঞ্চে ওই মামলার শুনানি হয়৷ সেই মামলাতেই অজয় চৌধুরি ও সুনীল প্রভুকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এছাড়া নোটিশ দেওয়া হয়েছে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার, সচিব, কেন্দ্রীয় সরকার-সহ অনেককেচ৷ আগামী ১১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে৷
ক্রমশই শক্তি প্রদর্শনে ব্যস্ত শিন্ডে শিবির। উদ্ধব ও শিন্ডের মধ্যে দুজনের মধ্যেই চলেছে দড়ি টানাটানির খেলা।