এলাকা দখলকে ঘিরে উত্তপ্ত পানাগড়, বোমাবাজি, জখম ৩

জয়দেব লাহা, দুর্গাপুর: এলাকা দখল ঘিরে দুই ক্লাবের দফায় দফায় সংঘর্ষ। চলল বোমাবাজি। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকসার পানাগড় রেলপার। ঘটনায় আহত হয়েছে ৩ জন। ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে যে, গত কয়েকমাস ধরে এলাকা দখলকে ঘিরে পানাগড় রেলপার অগ্রগামী ক্লাব ও এবিসিডি ক্লাবের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। দুর্গাপুজোর সময় ওই দুই ক্লাবের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সম্প্রতি এবিসিডি ক্লাব তাদের একটি জমিতে ক্লাব ঘরে ছাউনি তৈরী করে। অভিযোগ, রবিবার সেটি পুড়িয়ে দেয় অপর ক্লাবের লোকজন। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এদিন রাত্রে এবিসিডি ক্লাবের ঘনিষ্ট কয়েকজন তরোয়াল নিয়ে দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। এলাকার একটি দোকানে বসে থাকা তৃণমূলের কাঁকসা ব্লক যুবনেতা তথা কাঁকসা পঞ্চায়েতের তৃণমূল সদস্যা স্বপ্না বৈদ্যর স্বামী জয়ব্রত বৈদ্য ( হ্যাপি) কে আক্রমন করে বলে অভিযোগ।
ঘটনার অভিযোগে স্বপ্নাদেবী জানান, “আমার স্বামী ওই দোকানে আরও কয়েকজন দলীয়কর্মীর সঙ্গে বসে মুড়ি খাচ্ছিল। ওই সময় সিপিএম থেকে বছরখানেক আগে তৃণমূলে আসা কয়েকজন দুস্কৃতী তরোয়াল নিয়ে হামলা করে। একজনের হাতে গুরুতর আঘাত করে। আমার স্বামীর পায়ে আঘাত করে। তিনজন আহত হয়। প্রান ভয়ে স্বামী ছুটে পালিয়ে যায়। তরোয়াল নিয়ে ওই সমাজবিরোধীরা পিছু ধাওয়া করে। এলাকার সিসিটিভির ফুটেজে সবই দেখা গেছে। ওই সমাজবিরোধীরা এলাকায় বোমাবাজি করে।”
তিনি আরও বলেন, “বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছি। দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।” এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশবাহীনি, কমব্যাট ফোর্স। পরিস্থিতি নিয়েন্ত্রনে আনে। ঘটনাস্থলে দুটি তাজা বোমা উদ্ধার হয়। পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা জানান,”এলাকা দখলকে ঘিরে তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ।” যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী জানান,” রাজনৈতিক কোনও ঘটনা নয়। দুটো পাড়ার ক্লাবের বিবাদ। পুলিশ বিষয়টি দেখছে।”