fbpx
দেশহেডলাইন

ভারী বৃষ্টিপাতের ফলে সিকিমে ভেঙে পড়ল বাড়ি

কৃষ্ণা দাস, শিলিগুড়ি:  ভারী বৃষ্টিপাতের ফলে একটি বাড়ি ধসে পড়লো উত্তর সিকিমের মঙ্গনে। রবিবার ভোরেবেলা এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় কোন হতাহতে খবর না থাকলেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে সিকিম প্রশাসন সুত্রে খবর।

গত কয়েকদিন ধরে সিকিম সহ গোটা পার্বত্য অঞ্চলে কখনো ভারী, আবার কখনো অতি অতি ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমের মঙ্গন থানার সামনেই একটি বাড়ি ধসে পরে। ওই বাড়িটি এক্স আর্মি সলোমন সরিং-এর বলে সিকিম প্রশাসন সুত্রে জানা গেছে। সুত্রের আরও খবর, গোটা বাড়িটি না ভাঙলেও, বাড়িটির অনেকাংশই ধসে পরে। ঘটনার খবর পাওয়ার পর পরই উত্তর সিকিমের পুলিশ সুপার, এসডিপিও মঙ্গন, দূর্যোগ মোকাবিলা ও উদ্ধারকারিদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে মঙ্গন থানার পুলিশের এসএইচও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিরাও ঘটনাস্থলে পৌছে ধসে পড়া বাড়িটির থেকে আটকে থাকা মানুষজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। কিন্তু বাড়ি ধসে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রশাসন সুত্রে জানা যায়।

Related Articles

Back to top button
Close