প্রবল বর্ষণ, জারি লাল সতর্কতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে পূর্ব ভারত ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। মৌসম ভবনের তরফ থেকে রাজস্থানের দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানের চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
এছাড়াও আগামী মঙ্গলবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে ওড়িশায়। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে অতি বর্ষণের আশঙ্কা রয়েছে। পশ্চিম রাজস্থানে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্র কচ্ছ এবং কোঙ্কন, গোয়াতে। অন্যদিকে সিরোহি, উদয়পুর, জয়সালমীর ও যোধপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ৷
[আরও পড়ুন- সিবিআই তলব করা হয়নি রিয়াকে, জানিয়ে দিলেন রিয়ার আইনজীবী]
সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং দক্ষিণ রাজস্থানে এই মুহূর্তে অবস্থান করছে সেই নিম্নচাপ। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এটি ক্রমশ শক্তি হারিয়ে পশ্চিম রাজস্থানে অবস্থান করবে। একই সঙ্গে দক্ষিণে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। মৌসুমী অক্ষরেখা আগামী দু-তিন দিন অতি সক্রিয় থাকবে। এই অক্ষরেখা জয়সালমীর থেকে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে গোয়ালিয়র, ডালটনগঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।