
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জাঁকিয়ে শীতের দেখা নেই। কিছুটা শীতের আভাস মিললেও বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ। তবে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের জেরে চলতি সপ্তাহেই ধেয়ে আসতে চলেছে ব্যাপক বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসের ১ থেকে ২ তারিখের মধ্যেই ভারী বৃষ্টির সম্মুখীন হবে কেরল।
ভারী বর্ষার আশঙ্কায় ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) ১ ডিসেম্বর পাঠানমথিত্তা ও ইদুক্কি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। ২ ডিসেম্বর এই অ্যালার্ট থাকছে তিরুঅনন্তপুরম ও কোল্লাম জেলায়। এছাড়া মঙ্গলবার ইয়েলো অ্যালার্ট থাকছে তিরুঅনন্তপুরম, কোল্লাম ও কোট্টায়াম জেলাগুলিতে। বুধবার এই ইয়েলো অ্যালার্ট থাকবে পাঠানমথিত্তা, আলাপ্পুশা, কোট্টায়াম এবং ইদুক্কি জেলায়।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বর এই রাজ্যে জারি থাকবে নাইট কার্ফু, জানাল সরকার
প্রসঙ্গত, মারাত্মক ভারী বৃষ্টির ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়। ৬ সেমি থেকে ২০ সেমি বৃষ্টিপাতের ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়। তবে ৬ সেমি থেকে ১১ সেমির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে সেই এলাকায় হলুদ অ্যালার্ট জারি করা হয়।আইএমডি জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও নিরক্ষীয় ভারত মহাসাগরের সংলগ্ন অঞ্চলগুলিতে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেটি নিম্নচাপের আকার নিতে পারে।