কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার দুএকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের ২৪ ঘন্টায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুন: রাস্তায় আর যত্রতত্র ফেলা যাবে না ব্যবহৃত মাস্ক…কড়া আইন আনতে চলেছে পুরসভা
শুক্রবার রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিনই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তা ছড়িয়ে পড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার থেকে ২৪ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্র পৌঁছে যাবে। রাজ্য জুড়ে আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সর্বত্র মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।