ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩, জোরকদমে চলছে উদ্ধারকার্য
ইদুক্কি সহ ৬ জেলায় জারি লাল সতর্কতা
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। ইদুক্কি জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩। আইএমডি’র পক্ষ থেকে সোমবার ইদুক্কি সহ ৬ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হবে জানানো হয়েছে।আইএমডি’র পক্ষ থেকে কাসারাগোদ, কুন্নুর, ওয়েনাড়, কোঝিকোড়, মাল্লাপুরম, আলাপ্পুঝা জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে মাল্লাপেরিয়ারে জলস্তর ১৩৬ ফুট উঁচু দিয়ে বইছে। তবে এখনও বৃষ্টি থামার কোনও লেশমাত্র নেই। গত তিনদিন ধরে অবিরাম বৃষ্টিত অচল কেরল।
আরও পড়ুন:একের পর এক দুর্যোগে বন্দি গোটা বিশ্ব, পাকিস্তানে বন্যায় মৃত ৫০
ইদুক্কি জেলায় প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে চলছে উদ্ধারকার্য। এখনও ভূমিধসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭জনের দেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধারকার্যে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও দমকল।
করোনা ভাইরাসের কারণে বন্যদূর্গতদের উদ্ধার করে পৃথক পৃথক ক্যাম্পে রাখা হয়েছে। এর্নাকূলাম জেলায় ১২০৩ জন উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে।