গুরুত্বপূর্ণদেশহেডলাইন
রাজধানীতে প্রবল বৃষ্টি, জলের তলায় যাত্রীবাহী বাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে আস্ত একটি বাস চলে গেল জলের নিচে। দিল্লিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এই বৃষ্টির জেরে অনেক জায়গা জলের নিচে চলে যায়। অনেক রাস্তাও জলের নিচে চলে যায়। রাস্তা দিয়ে যাচ্ছিল একটি সরকারি বাস। জলের তোড়ে ভেসে যায় সেটি। দিল্লির মিন্টো রোড পুরোপুরি জলে ডুবে যায়। ওই মিন্টো রোড দিয়ে যাওয়ার সময় বাসটি ডুবে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁরা বাসের ছাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছালে কিছুটা আশ্বস্ত হন যাত্রীরা। তাঁদেরকে একটি মই লাগিয়ে উদ্ধার করা হয়।
লকডাউনের জেরে রাস্তায় সেইভাবে গাড়ি চলছিল না। আর রবিবার হওয়ার কারণে রাস্তায় গাড়ির সংখ্যাও কম ছিল। তা না হলে আরও অনেক গাড়ি জলের তলায় চলে যেত বলে মনে করা হচ্ছে।