প্রবল তুষারপাত, বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির। বরফের চাদরে ঢেকে গিয়েছে কেদারনাথ মন্দির। সেইকারনে বন্ধ হয়ে গেল মন্দির। মন্দির বন্ধ হওয়ার আগে সোমবার শেষ পুজো হল কেদারনাথ মন্দিরে। আর শেষ দিনের পুজোয় প্রচুর ভক্ত সমাগম হয়েছিল মন্দির প্রাঙ্গণে। তার আগে রবিবার কেদার-দর্শনে পৌঁছলেন যোগী আদিত্যনাথ। এরআগে রবিবার কেদারনাথ দর্শনে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে গিয়ে পুজো দেন যোগী আদিত্যনাথ। জলিগ্রান্ট এয়ারপোর্টে যোগী আদিত্যনাথকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
আরও পড়ুন- ভাইফোঁটার সকালে হিমেল পরশ বঙ্গে, আরও কমবে তাপমাত্রা
গত কয়েক দিন ধরেই তুষারপাত বেড়েছে কেদারনাথ মন্দিরে। তুষারপাত বাড়তে বাড়তে বরফের চাদরে ঢেকে যায় পুরো মন্দির এবং মন্দিরের পার্শ্ববর্তী এলাকা। এরমধ্যেই সোমবার বন্ধ হল কেদারনাথ মন্দির। প্রতিবছর প্রবল তুষারপাতে মন্দির ঢেকে গেলে তা বন্ধ করে দেওয়া হয়। ফের বরফ গলে গেলে খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। উত্তরাখণ্ডের মন্দাকিনী উপত্যকায় গারোয়াল হিমালয় পর্বতের মধ্যে গৌড়িকুণ্ড থেকে ২২ কিলোমিটার উচুতে রয়েছে হিন্দুদের চার ধামের মধ্যে একধাম কেদারনাথ মন্দির। প্রতিবছর বহু দর্শনার্থীর সমাগম হয় সেখানে। উল্লেখ্য, ২০১৩ সালে ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছিল কেদারনাথ মন্দিরে। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবে। সেইসব পুনর্নির্মানের কাজ খতিয়ে দেখবেন।