উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে আরও একদফা ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং শহর পার্বত্য এলাকায়। আগামী ৭২ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার ও আলিপুরদুয়ারে।
আগামীকাল সোমবার অতি ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিংয়ের পার্বত্য এলাকার জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই আট জেলাতেই মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: Zoom ভিডিও কনফারেন্সে সেক্রেটারির সঙ্গে সেক্সে মত্ত সরকারি আধিকারিক! ভাইরাল!
দক্ষিণবঙ্গে ও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার। মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১। ডিগ্রী গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রী, বাতাসে জলীয় বাষ্প থেকে ৯৫ শতাংশ।
সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিমে সরে মধ্যপ্রদেশ রাজস্থানে অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখা জামশেদপুর বালাসোর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ার দাপট বাড়বে। এর জেরেই বৃষ্টি হবে উত্তরবঙ্গ সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।