
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ এবার উত্তরপ্রদেশ ভোটে জয়-জয়কার বিজেপির। সেই আনন্দের উত্তাপ পড়ল এবছরের হোলির উৎসবে। একদিকে নির্বাচনী জয়, অন্যদিকে দোল, উভয়ের শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশ বিজেপির শীর্ষ নেতারা। উৎসব পালন হয়েছে বিজেপির সদর দফতরেও। কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি এদিন দিল্লিতে নিজের বাড়িতে দোল উৎসবে মেতে ওঠেন। ঢোলও বাজান তিনি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দোল উৎসবে মেতে ওঠেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসিমুখে ঢোল বাজাতে দেখা যায়। এদিন দোল উৎসবে শুভেচ্ছা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন,
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ঘটেছে। এই জয়কে তারই ফলশ্রুতি বলে বর্ণনা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নীতি-পরিকল্পনার জন্য আজ দেশের সীমান্ত সুরক্ষিত। যার ফলে দেশের মানুষ অনেক শান্তিতে রয়েছেন। এই জয় সেই শান্তিরই প্রতিচ্ছবি।