আন্তর্জাতিকহেডলাইন
ফ্রান্সের আল্পস পর্বতাঞ্চলে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৫

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ৫ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ফ্রান্সের আল্পসে পর্বতাঞ্চলে। মঙ্গলবার ফ্রেঞ্চ আল্পসের সাভোয়া অঞ্চলের কাছে প্রায় ৫৯০৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। একজন জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারে থাকা ৬ জন সদস্যই একটি উদ্ধারকারী দলের সদস্য ।
আরও পড়ুন: কালিকাপুরে যানজট এড়াতে নয়া আন্ডারপাসের দরপত্র আহ্বান KMDA’র
বিশেষ প্রশিক্ষণের জন্য তাদের ওই দুর্গম অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ট্রেনিং শেষেই এই দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা বলে তা খতিয়ে দেখা হচ্ছে।