খারাপ আবহাওয়ার কারণে রোমানিয়ায় ভেঙে পড়ল হেলিকপ্টার ও যুদ্ধবিমান, মৃত ৮

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রোমানিয়ায় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা। ভেঙে পড়ল একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান। ঘটনায় সামরিক বাহিনীর আট সদস্যের মৃত্যু হয়েছে। গত বুধবার কৃষ্ণ সাগরের কাছে পূর্ব রুমানিয়ায় এ দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিমানবাহিনীতে এটি সবচেয়ে বড় দুর্ঘটনা।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য রুমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আইএআর ৩৩০ পুমা মডেলের একটি হেলিকপ্টার বিমানঘাঁটি থেকে ১১ কিলোমিটার দূরে গুরা দোবরোগেইয়ে ভেঙে পড়ে।
এ ঘটনায় এর আরোহীর সাতজনই নিহত হয়েছে। হেলিকপ্টারটি একটি নিখোঁজ মিগ ২১ ল্যান্সার যুদ্ধবিমানের সন্ধানে বের হয়েছিল।
রুমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, দুটি মিগ ২১ ল্যান্সার টহলে বের হয়েছিল। এর মধ্যে একটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি রাডার থেকে হারিয়ে যায়। এর খোঁজেই বের হয়েছিল হেলিকপ্টারটি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ওইদিনই নিখোঁজ যুদ্ধবিমানের খোঁজ মেলে। কৃষ্ণ সাগরের কাছে জনমানবশূন্য কোগিয়ালাকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এর ৩১ বছর বয়সী পাইলট ঘটনায় নিহত হয়েছেন।