fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মোদির জন্মদিনে মিছিল! পটকা ফেটে বিস্ফোরণ, জখম ডজনখানেক ভক্ত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাঁধভাঙ্গা উল্লাস! ১৬ অগস্ট রাত ১২ টা বাজার.সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালান শুরু হয়ে যায় দেশজুড়ে। পটকা ফাটিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করতে গিয়ে জখম হয়েছেন ডজন খানেক বিজেপি কর্মী সমর্থক। সেই ঘটনার ফুটেজও ধরা পড়েছে ক্যামেরায়।

দেখা গিয়েছে, মোদির প্রকাণ্ড পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন একদল বিজেপি কর্মী। আরএকদল হিলিয়াম ভর্তি বেলুন-সহ পটকা ফাটানোর প্রস্তুতি নিচ্ছিল। আর তাতে আগুন দিতেই চেন্নাইয়ের রাস্তায় হইহই পড়ে যায়। পটকার ফুলকি ছিটকে জখম হন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। ফুটেজে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের দৌড়াদৌড়ির মধ্যে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ছেন পুলিশ কর্মীরা।

 

উল্লেখ্য করোনাভাইরাস এর জেরে চেন্নাই এখন দেশের অন্যতম কোভিড হটস্পট বলে চিহ্নিত হয়েছে। পাকিস্তানের সঙ্গে পাঁচ জনের বেশি কাউকে একসঙ্গে থাকার অনুমতি দিচ্ছে না আমার স্থানীয় প্রশাসন পুলিশ। কিন্তু প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে সেখানে রাস্তায় নামে হাজার সমর্থকের ঢল। আর সেখানেই বাজি পটকা এটাই ঘটে বিপত্তি।

Related Articles

Back to top button
Close