দুঃস্থদের মাথা পিছু ২০০ টাকা দিয়ে সাহায্য নিউ ব্যারাকপুরে
জেলা প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: লকডাউনে অসহায় গরিব মানুষদের হাতে মাথা পিছু দুশো টাকা করে তুলে দিল নিউ ব্যারাকপুর রবীন্দ্রপল্লী সামান্হা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা।
স্হানীয় ব্যায়াম সমিতির গৃহে এলাকায় দিন-আনা, দিন-খাওয়া ৮০ জন দুঃস্থ অসহায় বৃদ্ধ, বৃদ্ধা ও রিক্সা ও ভ্যান চালক পরিচারিকার অটোরিক্সা চালকদের মাথাপিছু দুশো টাকা তুলে দিলেন সামান্হা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকার সম্পাদক হরিদাস বালা, স্থানীয় পুরপিতা অশোক কুমার মিত্র, প্রাক্তন ফুটবলার জাগ্রত সরকার, দেবব্রত সরকার সহ বিশিষ্ট জনেরা।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাত স্যানিটাইজ করে খামে ভরা দুশো করে টাকা তুলে দেওয়া হয়। এই দুর্যোগে সংকটময় পরিস্হিতিতে অসহায় গরিব পরিবারগুলির হাতে নগদ টাকা পেয়ে বেজায় খুশি। সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এক সুন্দর হৃদয়ের পরিচয় দিল সাহিত্যপ্রেমী হরিদাস বালা ও তার পরিবার।