fbpx
দেশহেডলাইন

করোনার জেরে পিছিয়ে গেল হেমকুণ্ড সাহিব যাত্রা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মারণ করোনা ভাইরাসের জের, পিছিয়ে গেল হেমকুণ্ড সাহেব যাত্রা।

জানা গিয়েছে, আগামী মাসের চার তারিখ থেকে শুরু হতে চলেছে উত্তরাখণ্ডের বার্ষিক হেমকুণ্ড সাহিব যাত্রা। করোনা অতিমারীর কারণে তিন মাস পিছিয়ে দেওয়া হয় এই যাত্রার সময়সীমা। তবে যাত্রার শুরুর অনুমতি দেওয়া হলেও করোনা সতর্কতার কথা মাথায় রেখে তীর্থযাত্রীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সূত্রের খবর, হিমালয়ের বুকে এই তীর্থযাত্রায় যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের সবাইকেই অতি অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে তবেই যাত্রায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। করোনা পরীক্ষার রিপোর্ট যাত্রা শুরুর সময় থেকে ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে হবে না।

গাড়ওয়াল হিমালয়ের বুকে শিখ তীর্থক্ষেত্র হেমকুণ্ড সাহিব অত্যন্ত প্রসিদ্ধ। গুরুদ্বার প্রবন্ধন সমিতির সঙ্গে পরামর্শ করেই ৪ সেপ্টম্বর থেকে হেমকুণ্ড সাহিব যাত্রা শুরু করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের চামোলির জেলাশাসক স্বাতী এস ভাদুরিয়া।

Related Articles

Back to top button
Close