পশ্চিমবঙ্গহেডলাইন
হেমতাবাদে বিজেপি কিষাণ মোর্চার বলরাম পুজো

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ: বলরাম জয়ন্তী উপলখ্যে বলরাম পুজো করা হল হেমতাবাদে। সোমবার রাতে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে পুজো করাহয়। পুজো শেষে প্রসাদ বিতরণ করাহয় স্থানীয়দের মধ্যে। বিজেপি কিষাণ মোর্চার জেলা সাধারন সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, ১৭ নং মন্ডল সভাপতি মিন্টু রায়, বিজেপির মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচীতে।