কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
কালীপুজো ও দেওয়ালিতে সমস্ত রকমের বাজি বিক্রি ও পোড়ানোয় নিষেধাজ্ঞা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা অতিমারী পরিস্থিতিতে সংক্রমণ ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে কালীপুজো ও দেওয়ালিতে সমস্ত রকমের বাজি বিক্রি ও বাজি পোড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতে রায় অনুসারে সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল এবছরের জন্য।
আরও পড়ুন:দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও পুজো মণ্ডপকে দর্শক শূন্য রাখার নির্দেশ হাইকোর্টের
সেই সঙ্গে কালীপুজোর মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজার ও মাস্ক পরা বাধ্যতামূলক। মণ্ডপে দূরত্ববিধি বলবৎ থাকবে।
সেইসঙ্গে বিসর্জনের শোভাযাত্রা হবে না। বাজনা এবং আলোকসজ্জা করা যাবে না বিসর্জনের জন্য। ন্যূনতম আয়োজন করতে হবে বিসর্জনে।
নিরঞ্জন ঘাটে বেশি লোকের ভিড় করা যাবে না।