হাইজ্যাক… আগ্রায় যাত্রী ভর্তি বাস নিয়ে উধাও সশস্ত্র দুষ্কৃতী, শুরু জোরদার তল্লাশি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: যাত্রী ভর্তি বাস হাইজ্যাক। বাস থেকে নিখোঁজ হয়ে গেল ৩৪ জন যাত্রী। উত্তরপ্রদেশের আগ্রায় বুধবার ভোরে বাস হাইজ্যাকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জোরদার তদন্ত শুরু হয়েছে। এখনও নিখোঁজ যাত্রীদের কোনও খোঁজ পাওয়া যায়নি। বাসের চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গুরুগ্রাম থেকে মধ্যপ্রদেশের কোনও একটি জায়গায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বুধবার ভোরে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী বাসটি ছিনতাই করেছে বলে পুলিশকে জানিয়েছেন চালক এবং কন্ডাক্টর। ঘটনার খবর পাওয়ার পরই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। জানা গিয়েছে, কিস্তির টাকা না মেটানোয় ঋণদাতা সংস্থার কর্মীরা সম্ভবত যাত্রীভর্তি বাস নিয়ে চলে গিয়েছে।
আরও পড়ুন:শেখ হাসিনার সঙ্গে বিদেশ সচিবের এক ঘন্টার বৈঠক
ঘটনার বিবরণে জানা গেছে, চালক এবং কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে দিয়ে যাত্রী সমেত বাসটি নিয়ে কোনও অজ্ঞাতপরিচয় জায়গায় চলে গিয়েছে দুষ্কৃতীরা। নিখোঁজ বাসটির খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।
ইতিমধ্যেই চালক এবং কন্ডাক্টরকে জেরা করার পর প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, চার জন মিলে বাসের চালক এবং কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে দেয়। তারা নিজেদের ঋণদাতা সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। সূত্রের খবর, বাসের মালিক কিস্তির টাকা না মেটানোয় বাসটি নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।