fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রাস্তা তৈরি হতেই হিলিতে অবৈধভাবে সরকারি জায়গা দখল নিয়ে বিবাদ, নিশ্চুপ প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:  জাতীয় সড়ক তৈরি হতেই  পি.ডব্লু.ডির জায়গা দখলকে ঘিরে বিবাদ হিলিতে। দুপক্ষের লিখিত অভিযোগ দায়ের  থানায়। নিশ্চুপ প্রশাসনের ভুমিকায় প্রশ্ন। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকার ঘটনা। ঘটনায় এক চা বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন বাম নেতা ও তার পরিবারের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তার বিরুদ্ধেও।  ঘটনা জানিয়ে উভয় পক্ষের তরফেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হিলি থানায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রেr খবর, ত্রিমোহিনী এলাকায় নতুনভাবে ৫১২ নম্বর জাতীয় সড়কের নির্মান কাজ সম্পন্ন হয়েছে। যার কাজ প্রায় শেষ হতেই শুরু হয়েছে রাস্তার দুধারের সরকারী জায়গা অবৈধভাবে দখলের কাজ। দিনে রাতে বাঁশ, টিন দিয়ে জায়গা দখল চললেও নিশ্চুপ প্রশাসন। আর সেইসব জায়গা দখলকে কেন্দ্র করেই এলাকায় চলছে মারামারি।

[আরও পড়ুন- আসানসোলের সালানপুর ব্লকে ঘাটওয়াল আদিবাসী সমাজের প্রথম কর্মা উৎসব পালন]

এলাকার এক চা বিক্রেতা তথা অভিযোগকারী সুমন মন্ডল জানিয়েছে, সামান্য দোকানের উপর তার সংসার চলে। এমতাবস্থায় দোকান করতে না পারলে পথে বসতে হবে তাকে। সেই জায়গাটি ঠিক করতেই তাকে ধাক্কাধাক্কি করেছে নিতাই বসাকের পরিবারের লোকেরা। সম্পূর্ণ বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

যদিও নিতাই বসাকের বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তার বৌমা অর্পিতা বসাক জানিয়েছেন, তাদের বাড়ির সামনে জায়গা জোর করে দখল করেছিল কয়েকজন প্রতিবেশী। তাতে বাধা দেওয়ায় তাদের উপর হামলা করা হয়েছে। বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এদিন সরকারি কাজে ব্যস্ত থাকায় ঘটনা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে পারেননি হিলির বিডিও সৌমেন বিশ্বাস।

 

Related Articles

Back to top button
Close