
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: স্কুল পড়ুয়াদের নিয়ে খাদে পড়ে গেল বাস। মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের। এর মধ্যে রয়েছে স্কুল পড়ুয়ারাও। আহত অনেকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমাচলপ্রদেশের কুলুতে ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হিমাচলের মুখ্যমন্ত্রী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। ঘটনায় হতা-হতদের প্রতি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে মৃতদের পরিজনকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
ঘটনার খবর মাত্রই ঘটনাস্থলে যান কুলুর ডিসি আশুতোষ গর্গ। কুলুর ডিসি জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।
এদিকে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দুর্ভাগ্যজনক খবরে শোকজ্ঞাপন করে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করে লিখেছেন, ‘আমি কুলুর সায়ঞ্জের উপত্যকায় বেসরকারি স্কুল বাস দুর্ঘটনার খবর পেয়েছি। পুরো প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তাদের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি’।
শোকজ্ঞাপন করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।