পালঘর কাণ্ডের পুনরাবৃত্তি, প্রকাশ্য রাস্তায় মন্দিরের পুরহিতকে পিটিয়ে খুন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন করা হল এক মন্দিরের পুরোহিতকে। উত্তরপ্রদেশের এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কান্তি প্রসাদ নামে ওই ব্যাক্তি উত্তরপ্রদেশে মেরঠের ভাবনপুরের আবদুল্লা বাজারের একটি শিব মন্দিরের পুরোহিত ছিলেন। গ্রেফতার হওয়া ওই যুবক সংখালঘু সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। ঘটনায় স্থানীয়রা মৃত সাধুর মৃতদেহ রাস্তায় রেখে প্রতিবাদ করেছেন।
জানা গিয়েছে যে, গলায় গেরুয়া রঙের গামছা জড়িয়ে রাখতেন কান্তি প্রসাদ। তাঁর পরনে থাকত হলুদ রঙের পোশাক। অভিযোগ কান্তিপ্রসাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে বিরক্ত করতে থাকে আনাস কুরেশি নামে এক যুবক। তাঁর গলার গামছা নিয়ে বিরক্ত করতে থাকে আনাস কুরেশি। এরপরই কান্তি প্রসাদ প্রতিবাদ করেন। প্রতিবাদ করলেই কান্তি প্রসাদকে বেধড়ক মারধর শুরু করে আনাস। গ্রামে ফিরে আনাসের বাড়িতে অভিযোগ জানাতে যান কান্তি প্রসাদ। সেই সময় আনাস ফিরে এসে তাঁকে আবার বেধরক মারতে শুরু করে।
[আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে উদ্যোগ নেয়নি পশ্চিমবঙ্গ সরকার: বম্বে হাইকোর্ট]
স্থানীয় লোকজনের অভিযোগ, আনাস ও তাঁর বাড়ির লোক মিলে নৃশংসভাবে মারতে থাকে কান্তি প্রসাদকে। গুরুতর আহত অবস্থায় কান্তি প্রসাদকে হাতপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। এর পরই তাঁর মৃতদেহ নিয়ে রাস্তায় প্রতিবাদে নামেন সাধারণ মানুষ। পুলিস আনাসকে গ্রেফতার করেছ।
প্রসঙ্গত, এরআগে মহারাষ্ট্রের পালঘরে দুজন সাধুকে পিটিয়ে হত্যা করেছিল গ্রামবাসীরা। ওই দুজন সাধু গ্রামে বাচ্চা চুরি করতে ঢুকেছিল বলে অভিযোগ ছিল। সেই অভিযোগে ওই ২ সাধুকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। পালঘরের সেই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এবার ফের পিটিয়ে সাধু খুনের ঘটনা প্রকাশ্যে এল।