হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর, নতুন প্রতিমা স্থাপনের আশ্বাস যোগী সরকারের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের
আগ্রার এক মন্দিরে দেবদেবীর মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা। আগ্রার পালিওয়াল পার্কের কাছে এই ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে এলাকা। ঘটনার পরেই উত্তরপ্রদেশ সরকার মন্দিরে নতুন মূর্তি স্থাপনের আশ্বাস দেন। ওই মন্দিরের হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার খবর চাউর হতেই এলাকার স্থানীয় হিন্দুরা ক্ষোভ প্রকাশ করে। বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানায়। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন।
জানা গিয়েছে যে, বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের নেতারা ক্ষতিগ্রস্ত হওয়া মূর্তি গুলি বদলে ফেলার দাবি জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আশ্বাস দেয় যে মন্দিরে নতুন প্রতিমা প্রতিষ্ঠা করে দেওয়া হবে।
বজরং দলের নেতা এক নেতার কথায়, আগ্রার ওই মন্দিরে হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙচুর করার খবর হিন্দুবাদী সংগঠনগুলির কাছে গেলে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়।
হিন্দু সংগঠনগুলির দাবি এই যে, মন্দিরের নতুন মূর্তি স্থাপনের পাশাপাশি যারা এই ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। প্রসঙ্গত, এর আগে আগ্রায় অবৈধভাবে পশু হত্যা নিয়ে হিন্দু সংগঠনগুলি বহুবার বিক্ষোভ দেখিয়েছেন।