পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের হিন্দুরা, বিজেপির জয় প্রার্থনায় পুজো: গোবিন্দ প্রামাণিক

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: বাংলাদেশের বেশিরভাগ হিন্দুরা চায় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক। প্রতিবেশী দেশের হিন্দুনেতারা মনে করেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে তার কিছুটা সুফল পাবে বাংলাদেশের হিন্দুরা। তাদের কথায়, কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হাসিনা সরকারের সু-সম্পর্ক রয়েছে। যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তবে দু’দেশের অনেকগুলি অমীমাংসিত ইস্যু সমাধান হওয়ার সম্ভাবনা আছে এবং দুই দেশের সম্পর্ক আরও বাড়বে। এতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভালো থাকবে।
বাংলাদেশের শীর্ষহিন্দু নেতা ও জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক যুগশঙ্খকে জানান, অতীতে বহুবার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা নীরব থেকেছে। গত কিছুদিন আগে কুমিল্লায় হিন্দুদের বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ ঘটনায় পশ্চিমবঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এতে করে বাংলাদেশের হিন্দুরা আশান্বিত হয়েছে।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশের হিন্দুদের প্রতি দায়বদ্ধতা আরও বাড়বে বলে মনে করেন গোবিন্দ বাবু। তিনি বলেন, শুধু আশা করেই বসে থাকছে না বাংলাদেশের হিন্দুরা। তারা পশ্চিমবঙ্গে বসবাসরত তাদের আত্মীয়-স্বজনদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য এবং বিজেপিকে সর্বপ্রকার সহযোগিতা করার জন্য অনুরোধ করছেন। বিজেপির জয় প্রার্থনা করে বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করছেন।
বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল যুগশঙ্খকে জানান, আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভের জন্য এদেশের হিন্দুদের শতভাগ সমর্থন রয়েছে।
আরও পড়ুন: গরু পাচার কাণ্ড: ধৃত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারের ১৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি ও মৌলবাদীদের উত্থানের কারণে বাংলাদেশের হিন্দুদের উপর বিরূপ প্রভাব পড়ছে।’
তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সুসম্পর্ক রয়েছে। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে তবে দু’দেশের অনেকগুলি অমীমাংসিত ইস্যু সমাধান হবার সম্ভাবনা আছে এবং দুই দেশের সম্পর্ক আরও বাড়বে। এতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভালো হবে।