fbpx
অন্যান্যঅন্যান্য খেলাহেডলাইন

মারা গেলেন কিংবদন্তী হকি খেলোয়াড় বলবীর সিং সিনিয়র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার প্রয়াত হলেন ভারতের হকি কিংবদন্তী বলবির সিং সিনিয়র। মৃত্যুকালে সময়ে বয়স হয়েছিল ৯৫ বছর। টানা ২ সপ্তাহ বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।

 

 

জানা গিয়েছে, তিন বারের অলিম্পিক সোনা জয়ী এই প্রখ্যাত খেলোয়াড় গত ৮ মে থেকে ভর্তি ছিলেন মোহালির এক হাসপাতালে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রায় ১০৮ দিন হাসপাতালে কাটানোর পর ছুটি পান তিনি। সেই সময়ে ব্রংকিয়াল নিউমোনিয়ার চিকিত্‍সা চলেছিল তাঁর।

 

উল্লেখ্য, ফরওয়ার্ড খেলোয়াড় বলবীর সিং সিনিয়র ভারতীয় খেলার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিট। ১৯৪৮, ১৯৫২ এবং ১৯৫৬ সালে অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছেন তিনি। তাঁর কোচিংয়েই প্রথম এবং শেষ বার ভারতীয় হকি দল ১৯৭৫ সালে মালয়েশিয়ায় আয়োজিত বিশ্বকাপ জেতেন।

Related Articles

Back to top button
Close