বাড়ছে হোম আইসোলেশন, গ্রামীণ ডাক্তার ও স্বসহায়ক দলকে প্রশিক্ষণ শীঘ্রই, জানালেন জেলাশাসক

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে ধীরে ধীরে কমছে করোনাতে আক্রান্ত হওয়া সিরিয়াস রোগীর সংখ্যা, ফলে হোম আইসোলেশনের সংখ্যা বেড়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে সেইসব রোগীদের পরিষেবার জন্য গ্রামের লোকাল ডাক্তার ও স্বসহায়ক দলের প্রশিক্ষণ শীঘ্রই শুরু করা হবে বলে জেলাশাসক সূত্রে জানা গিয়েছে। গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকা গুলোতেও করোনা আক্রান্ত মানুষদের যাতে চিকিৎসার সুযোগ দিতে পারে, সেই জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ শীঘ্রই শুরু হবে বলে মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি সাংবাদিক বৈঠকে জেলাশাসক ড: রেশমি কোমল জানিয়েছেন।
জেলাশাসক বলেন “সেল্ফ হেল্প গ্রুপ ও যে সমস্ত আশা কর্মীর আছেন ওনাদের সাহায্য নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে লোকাল যে সকল ডক্টররা আছেন ওদেরকে একটি প্রশিক্ষণ দেয়া হবে। এমার্জেন্সির সময় সাধারণ মানুষ তো প্রথমে লোকাল ডাক্তার বা ফ্যামিলি ডাক্তারের কাছেই যান, যদি ঐ সকল ডাক্তারবাবুদের আমরা প্রশিক্ষণ দিয়ে দিই, কি করতে হবে? কোথায় যেতে হবে? কার সঙ্গে যোগাযোগ করতে হবে? তখন স্থানীয় আক্রান্ত মানুষদেরই সুবিধা হবে। বর্তমানে আক্রান্তদের মধ্যে বেশি প্রবণতা আছে যে, তাঁরা হোম আইসোলেশনেই থাকতে চাই, তাই আমরাও আমাদের তরফ থেকে এনকারেজ করছি যাদের বাড়িতে পৃথক থাকার রুম এবং বাথরুম থাকবে সেইসব রোগীরা এই হোম আইসোলেশন এর জন্য প্রয়োজনীয় সুবিধা পাবে। তাতে আক্রান্ত মানুষদের মনে একটা অজানা ভীতি কাজ করে তা কেটে যাবে, তাঁরা তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবেন।”