বৃহস্পতিবার সকালে অমিত শাহ বাঁকুড়ায়, পুরো নিরাপত্তা বলয়ে গোটা জেলা

অতনু রায় বাঁকুড়া: আর মাত্র কয়েক ঘণ্টা পরই বাঁকুড়ায় আসছেন অমিত শাহ আর তা নিয়ে কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে.লোকসভা ভোটের পরে এবার লক্ষ্য ২০২১ বিধানসভা ভোট.বিধানসভা ভোট কে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে বিজেপি, এখন বিজেপির একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ক্ষমতা দখল. সূত্রের খবর বুধবার অমিত শাহ বাঁকুড়ার এক নাম্বার ব্লকের পুয়াবাগান সংলগ্ন বিশপুরিয়া মোড়ে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করবেন এবং আধারসোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চতুরডিহি গ্ৰামে বিভীষণ হাঁসদার বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন করবেন বলেও জানা গেছে।
তারপরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন বাঁকুড়ার রবীন্দ্রভবনে. শুধু তাই নয় রবীন্দ্রভবনে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলবেন. তাই সকাল থেকে বাঁকুড়ার রবীন্দ্রভবনে বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার সহ জেলার বিজেপি নেতা নেত্রীরা সমস্ত দিক খতিয়ে দেখেন. গোটা বাঁকুড়া জেলা জুড়ে প্রশাসনের তরফ থেকে পুরো এলাকা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।