fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল চারতলা বিল্ডিং-এর ছাদ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণ। উড়ে গেল চারতলা বিল্ডিং-এর ছাদ। এই বিস্ফরণে নিহত হলেন কমপক্ষে ৩ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ক্রমশ বাড়ছে হতাহতের সংখ্যা। এই বিস্ফোরণ শহরের গুলশান-এ-ইকবাল এলাকায় করাচি বিশ্ববিদ্যালয়ের মস্কান গেটের সামনে একটি চারতলা বিল্ডিংয়ে হয়। এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই যে, কোনও সিলিন্ডারে বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে।

[আরও পড়ুন- সাংসদ অর্জুন সিং-এর উপস্থিতিতে দেড়হাজার গরীব মানুষের হাতে বস্ত্রদান জেলা বিজেপির]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, আশপাশের বিল্ডিংগুলো কেঁপে ওঠে। জানা গিয়েছে যে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানালার কাচ ভেঙ্গে যায়। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে বম্ব ডিস্পোজাল স্কোয়াড।

এরআগে মঙ্গলবার করাচির শিরিন জিন্না কলোনির পাশে একটি বাস টার্মিনালের প্রবেশ দ্বারা হওয়া বিস্ফোরণে ৫ জন আহত হন। পুলিশ তদন্তকারীরা জানিয়েছিলেন যে, সেটি আইইডি বিস্ফোরণ ছিল।

 

Related Articles

Back to top button
Close