
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম থেকেই রাজধানীতে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফের আরও একবার সেই ঘটনা ঘটল। এবার রাজধানী দিল্লির তুঘলকবাদের বস্তিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ভষ্মীভূত ২০০-র বেশি ঘর। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। ঘটনায় ঘর ছাড়া হয়েছেন কয়েক শো মানুষ। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিসর্গ আসার আগেই দুর্যোগ! মুম্বইয়ে শুরু ১০০ কিমি বেগে ঝড়
বিভাগীত দমকল আধিকারিক এস কে দুয়া জাবিয়েছেন, ভোর রাত দেড়টা নাগাদ ভয়াবহ আগুন লাগে তুঘলকবাদের বাল্মিকী বস্তিতে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২০টি ইঞ্জিন। ভোর ৩টে নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।