fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২৬

যুগশঙ্খ, ওয়েবডেস্ক :ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যাত্রীবোঝাই বাস ও জ্বালানিবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি জানিয়েছে। প্রথমে ১৭ জনের মৃত্যুর খবর দেওয়া হলেও আজ বুধবার আল-জাজিরা ২৬ জন নিহতের খবর দিল।

গত ১০ বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি। উত্তর-পশ্চিমাঞ্চলীয় রোভেনস্কা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Back to top button
Close