পশ্চিমবঙ্গহেডলাইন
আমপাড়া নিয়ে বচসার জেরে খুন হল বৌদি
দাসপুর: আমপাড়াকে কেন্দ্র করে দেওর বৌদির বচসার জেরে দেওরের হাতে খুন হতে হল বৌদিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের জয় কৃষ্ণপুর গ্রামের দোলই পাড়ার। পুলিশ জানায় মৃতের নাম পুতুল দোলই।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।জানা যায় বৃহস্পতিবার সকালে দীপঙ্কর দোলই ও তার বৌদি পুতুল দোলইয়ের সাথে আমপাড়া নিয়ে বচসায় জড়িয়ে পড়ে। উত্তেজিত হয়ে দীপঙ্কর হাতের সামনে বোঁটি নিয়ে বৌদির গলায় সজোরে কোপ দেয়, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে পুতুল।
বেগতিক বুঝে পালিয়ে যায় দীপঙ্কর। স্থানীয়রা দ্রুত খবর দেয় দাসপুর থানায়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।