পরকীয়ার জের, সদ্যোজাতকে খুনের অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে

গোপাল রায়, আরামবাগ: সদ্যোজাত শিশুকে হত্যা করার অভিযোগ উঠল গৃহবধূর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিনভর চাঞ্চল্য ছড়ায় খানাকুল থানার অন্তর্গত কিশোরপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, বছর তিনেক আগে বন্দি পুর এলাকার বাসিন্দা সুপ্রিয়ার বিয়ে হয় কিশোর পুর এলাকার অর্ণব মালিকের সাথে। বিয়ের কিছুদিন পরেই সুপ্রিয়ার শশুর বাড়ির লোকজন জানতে পারে তার প্রেমের সম্পর্ক রয়েছে অন্য যুবকের সাথে। বহুবার শশুর বাড়ির লোকজন বারন করে।
তবে সুপ্রিয়ার স্বামী কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকতেন। লকডাউনে বাড়ি ফেরে সে। গত কয়েকদিন আগে অর্ণব তার স্ত্রীর কল রেকর্ড শুনেন তাঁর পরেই সমস্ত বিষয় পরিস্কার হয়ে ওঠে। তবু নিজের স্ত্রীকে বুঝিয়ে সুখের সংসার করার কথা বলেন। স্ত্রী অন্তসত অবস্থায় বাপের বাড়িতে চলে যায় আর গত সোমবার সুপ্রিয়াকে তাঁর স্বামী আরামবাগের একটি নার্সিং হোমে ভর্তি করে তবে বুধবার সদ্যোজাত জন্ম নেওয়ার পর অর্ণব কে বলা হয় মৃত বাচ্চা জন্ম নিয়েছে। কান্নায় ভেঙে পরে অর্ণব ও তাঁর পরিবার। পরিবারের অভিযোগ শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি শরীরেও কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ফলে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তাকে মেরে ফেলা হয়েছে। এরপর ঘটনাটি ঘিরে পরিবারের পক্ষ থেকে সুপ্রিয়ার ও তাঁর পরিবারের বিরুদ্ধে শিশু খুনের অভিযোগ দায়ের করা হয়।