fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিদ্যুতের তার জলে পরে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই যুবকের

মনোজ চক্রবর্তী, হাওড়া: লকডাউন চলাকালীনই বিদ্যুতের তার জমা জলে পড়ে থাকায় সেই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার বি গার্ডেন থানার বরফকল এলাকায়। জানা গিয়েছে এই এলাকায় একটি নির্মিয়মান বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে জমা জলে পড়ে যায়।

সেই জলে নামা মাত্রই দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তাঁদের নাম সুমন শর্মা (30) ও শ্রীকান্ত দাস (35)। বাড়ি লিপি সিনেমার কাছে। তবে লকডাউনের সময়ে ওই যুবকরা কি করে ওখানে এল তার খোঁজখবর শুরু করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে বিষয়টি বুঝতে পেরে এলাকার বাসিন্দারা সিইএসসিকে খবর দেয়। পরে সিইএসসির লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করলে পুলিশ এসে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়া শহরে বৃষ্টি হয়েছে।ফলে কয়েকটি জায়গায় সামান্য জল জমে যায়। জল জমেছিল বরফকল এলাকাতেও।

নির্মিয়মান বাড়িতে আপাতত কেউ ছিল না। কিন্তু এদিন ওই যুবকদের একসঙ্গে জলে ভাসতে দেখে বিষয়টি বুঝতে পারে এলাকার লোকজন। তারাই সিইএসসিকে খবর দেয়।

Related Articles

Back to top button
Close