উত্তপ্ত হাওড়া! প্রশাসনিক স্তরে একাধিক রদবদল, হাওড়া কমিশনারেটের সিপি হলেন পি সুধাকর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অশান্তির বাতাবরণ ঘিরে উত্তপ্ত হাওড়া। দফায় দফায় বিক্ষোভ থেকে শুরু করে চলছে টায়ার পোড়ানো, বাস থেকে বাড়ি জ্বালিয়ে দেওয়া। এই অবস্থায় হাওড়ায় প্রশাসনিক পদে রদবদল ঘটল। হাওড়া কমিশনারেটের সিপি হলেন পি সুধাকর। প্রবীণ কুমার ত্রিপাঠীকে হাওড়া সিটি পুলিশের সিপি হিসেবে পাঠানো হয়েছে।
হাওড়া সিটি পুলিশের পাশাপাশি গ্রামীণ পুলিশের কমিশনার বদল করা হয়েছে। গ্রামীণে নতুন সিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্বাতী ভাঙালিয়ায়। এতদিন হাওড়া গ্রামীণের সিপি ছিলেন সৌম্য রায়। তাকে কলকাতা পুলিশের ডিসিপি পদে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই হাওড়া অশান্তি সামলাতে ২ এডিজি সহ ১০ আইপিএস-এর বিশেষ দল তৈরি হয়েছে। হাওড়া পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখতে নেতৃত্বে থাকছেন নীরজ কুমার সিং। তার সঙ্গে থাকবেন নিশাথ পারভেজ। এছাড়াও থাকছেন ডিআইডি সিআইডি মীরাজ খালিদ, ডিআইজি আইবি সুমনজিত রায়, আইপিএস অঞ্জলি সিং।
হাওড়া গ্রামীণে তদারকির দায়িত্বে এডিজি ইবি অজয় কুমার। ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায় সহ অন্যান্য আইপিএস।